The film tells a tale of three friends who are settled in Pattaya. They all get stuck in a situation that happens to be funny but dangerous at the same point of time. The plot has many topsy-turvy turns and ends up in an adventurous way. Soham learned Muay Thai technique of boxing for the first time in his life for the shoot and it is commendable indeed that how each of the actors had put in great efforts during the shoot. The director is very confident that for the first time onscreen chemistry of Soham, Hiran and Rudranil will be definitely loved by audience.
বাঙালির খাবারের প্রতি নির্ভেজাল দুর্বলতা রয়েছে। তার প্রভাব যে ছবিতে পড়বেই, সেটা স্বাভাবিক। কখনও ফুড ফ্যান্টাসি নিয়ে ছবি তো কখনও খাবারের নামে ছবির নাম, কিছুই বাদ নেই। আসরে অনেকদিনই এসে গিয়েছিল ‘থাই কারি’। শুধু ছিল খাদ্যরস আস্বাদন করার পালা। এবার সেই আশও মিটল খানিকটা। মুক্তি পেল পরিচালক অঙ্কিত আদিত্যর ছবির ট্রেলার।
তিনবন্ধু স্যাম, অয়ন ও নীতিন কর্মসূত্রে থাইল্যান্ডে থাকে। স্যাম একটি রিয়েল এস্টেট এজেন্সির মালিক, অয়ন হোটেলের শেফ, আর নীতিন শহরে ঘটা নানা ঘটনার সঙ্গে জড়িত। এদের জীবনের মজাদার কাহিনি নিয়ে ছবি এগোবে। এছাড়া আছে একজন মাফিয়া ডন। যে ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে।